আচ্ছা ভাই, টিউটোরিয়াল দেখে কিছু বুঝিনা, কিভাবে বুঝবো টিউটোরিয়াল থেকে?
যারা প্রথমে প্রোগ্রামিং শিখতে চান তারা অনেক উচ্চাখাঙ্খা নিয়ে শুরু করেন , কেউ টিউটোরিয়াল দেখে , কেউ বা বই পড়ে । কিন্তু বিগিনার লেভেলে প্রায় মানুষই টিউটোরিয়াল দেখে শুরু করে । কিন্তু পরে কমপ্লেইন শোনা যায় যে তারা কিছুই মনে রাখতে পারছেন না বা মনে হচ্ছে যেনো তিনি কিছুই বুঝতে পারছেন না । এটা সাধারণত প্রজেক্ট বেইজ টিউটোরিয়াল গুলোর ক্ষেত্রে বেশী হয় ।
এর সল্যুশন কিন্তু অনেক সিম্পল । একটা প্রজেক্ট বেইজ টিউটোরিয়াল টা ৪ বার একটু ভিন্ন উপায়ে শেষ করলে আপনি নিজেই বুঝে যাবেন কোথা থেকে কি হচ্ছে । প্রথম বার মূলত টিউটোরিয়াল গুলো একবার দেখে যাবেন। প্রথমেই ফলো করে কিছু কোড করার দরকার নেই , টেনে টেনে দেখে গেলেই হবে অনেকটা ফিল করার মত , খাওয়ার আগে খাবারের গন্ধ নেয়া টাইপ এর। কিন্তু প্রথমে আপনার অবশ্যই আপনার ব্যাসিক ক্লিয়ার করে নিবেন আগে ।
এরপর ২য় বার যখন টিউটোরিয়াল সিরিজ দেখা শুরু করবেন তখন একদম হুবহু স্ক্রিনে টিউটোরিয়াল এর টিউটর যা লেখছেন ঠিক সেটাই নিজের কোড ইডিটর এ চালানো শুরু করবেন একদম অন্ধের মত ফলো করা যাকে বলে কিন্তু হাল্কা বুঝে যেহেতু ছোট খাটো বাগ হলে ফিক্স করতে হবে আপনারই ।
এরপর আসি ৩য় লুপ এ এবার আপনি আস্তে আস ভালোমত বুঝে বুঝে টিউটর এর মত কোড লেখে প্রজেক্টটিকে আবার বানাবেন , কোথাও ঠেকে গেলে নানা গ্রুপে জিজ্ঞাসা করবেন বা এক্সপার্ট এর সাহায্য নিবেন ।
চতুর্থ বার আর টিউটোরিয়াল ফলো করবেন না । আপনার সেই আগের লেখা কোড টাই ফলো করবেন । কখনো ঠেকে গেলে আগের লেখা কোড থেকেই রেফারেন্স নিবেন ।
এটা অনেক টাইম কন্সিউম করে শেখার উপায় কিন্তু এটা প্রথম ২-৩ টা প্রজেক্টের ক্ষেত্রেই প্রযোজ্য । প্রজেক্ট কিভাবে বানাতে হয় এর উপর অনেক গভীর ধারনা হওয়া শুরু করবে । এরপর আপনি নিজে নিজেই ডিসিশন নিতে পারবেন কিভাবে নিজে নিজে প্রজেক্ট বানানো শিখে যাবেন । কিন্তু এটাই শেখার শেষ না এরপর প্রতিটা কোড ব্লক কোনটা কিভাবে কাজ করে , ক্যামন সিপিউ কমসিউম করছে এগুলো আপনার খেয়াল রাখতে হবে ।
এই ব্লগ লেখার মুল উদ্দেশ্য হলো যারা প্রথম বার এর মত প্রজেক্ট বানানো শিখতে যাচ্ছেন , শুধু তাদের জন্য । যখন একবার জিনিসটা আয়ত্তে এসে যাবে তখন আপনার আর কখনোই পিছে ফিরে তাকাতে হবেনা । প্রসেস টা বেশ টাইম কন্সিউমিং তাই একটু ধৈর্য রাখতে হবে আর কিছুনা।